ঝিনুক টিভি ডেস্কঃ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকার মাহমুদুর রহমান (১৮) নামে এক কলেজ ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে ‘বন্ধুরা’। শুক্রবার দুপুরে বেলনা এলাকা থেকে তার উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শুক্রবার বিকালে নিহতের বড়ভাই মুজিবুর রহমান বাদী হয়ে পাঁচ বন্ধুকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদান্তকারী কর্মকর্তা রাসেল আহমেদ জানান, নিহত মাহমুদুর রহমান একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার তার বন্ধুরা পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে একটি ঝোঁপের মধ্যে ফেলে রাখে। এলাকাবাসী লাশ দেখে পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থাল থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেন।তার পিতার নাম মিজানুর রহমান একজন সরকারি কর্মকর্তা। তিনি থানার ঘাটারচর এলাকার বাসিন্দা।