কেশবপুরে পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু – magurarkotha.com

কেশবপুরে পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৫, ২০২২

 

কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর করম্নণ মৃতু্য হয়েছে। তার মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথারঘাটা গ্রামের মনিরম্নল ইসলামের ছেলে পাঁজিয়া চৌগাথা স্কুল পড়ুয়া ১তম শ্রেণী ছাত্র জাকিরয়া(৬) বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় সবার অজানে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃতু্য হয়।
তাকে তার পরিবারের লোকজন অনেক খুঁজাখাজির একপর্যয়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। মনিরম্নল ইসলাম জানান,তার ছেলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।তার মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: Content is protected !!