Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে সাংবাদিকের বাড়ির প্রাচীর ভেঙ্গে দখল প্রচেষ্টা,বৃদ্ধ মা আহত

কেশবপুরে সাংবাদিক রুহুল  আমিন বিk¦vসের বাড়ির প্রাচীর ভেঙ্গে জমি দখলে নেয়ার প্রচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় তাদের হাতে সাংবাদিকের বৃদ্ধ মা সালেহা বেগম (৭৫) আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌর এালাকার আলতাপোল এলাকার মৃত ইসমাইল বিk¦vসের ছেলে দৈনিক জনতা পত্রিকার কেশবপুর প্রতিনিধি রুহুল আমিন বিk¦vস সোমবার দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, পৌর এলাকার বাwjয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন এর সাথে বসত বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো,যার সুত্র ধরে ইকাবাল হোসেন দুপুর একটার দিকে শাবল নিয়ে সিমানা প্রাচীর ভাংতে থাকে এবং ঘরের দরজায় লাথি মারে বাড়িতে থাকা বৃদ্ধ মা বাঁধা দিতে এগিয়ে আসলে ইকবালসহ তার সাতে থাকা লোকজন মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং হাতে বাড়ি মারে। চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পিছু হটে যায়। Ge¨vcv‡i ইকাবাল হোসে‡bi e³e¨ †bIqvi Rb¨ †dvb †`Iqv n‡jI Zvi †dvb eÜ _vKvq e³e¨ †bIqv m¤¢e nqwb| এ বিষয়ে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু জানান, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিলো, দখল প্রচেষ্টা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি ততক্ষনে সব চুপ চাপ হয়ে গেছে। অভিযোগের  তদন্তকারি কর্মতা গোরা চাঁদ জানান, রুহুল আমিন বিk¦vসের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাচীরের কিছু অংশ ভাঙ্গা দেখেছি,পরিস্থিতি শান্ত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

জনপ্রিয়

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস

error: Content is protected !!

কেশবপুরে সাংবাদিকের বাড়ির প্রাচীর ভেঙ্গে দখল প্রচেষ্টা,বৃদ্ধ মা আহত

Update Time : ০৯:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

কেশবপুরে সাংবাদিক রুহুল  আমিন বিk¦vসের বাড়ির প্রাচীর ভেঙ্গে জমি দখলে নেয়ার প্রচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় তাদের হাতে সাংবাদিকের বৃদ্ধ মা সালেহা বেগম (৭৫) আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌর এালাকার আলতাপোল এলাকার মৃত ইসমাইল বিk¦vসের ছেলে দৈনিক জনতা পত্রিকার কেশবপুর প্রতিনিধি রুহুল আমিন বিk¦vস সোমবার দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, পৌর এলাকার বাwjয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন এর সাথে বসত বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো,যার সুত্র ধরে ইকাবাল হোসেন দুপুর একটার দিকে শাবল নিয়ে সিমানা প্রাচীর ভাংতে থাকে এবং ঘরের দরজায় লাথি মারে বাড়িতে থাকা বৃদ্ধ মা বাঁধা দিতে এগিয়ে আসলে ইকবালসহ তার সাতে থাকা লোকজন মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং হাতে বাড়ি মারে। চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পিছু হটে যায়। Ge¨vcv‡i ইকাবাল হোসে‡bi e³e¨ †bIqvi Rb¨ †dvb †`Iqv n‡jI Zvi †dvb eÜ _vKvq e³e¨ †bIqv m¤¢e nqwb| এ বিষয়ে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু জানান, বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিলো, দখল প্রচেষ্টা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি ততক্ষনে সব চুপ চাপ হয়ে গেছে। অভিযোগের  তদন্তকারি কর্মতা গোরা চাঁদ জানান, রুহুল আমিন বিk¦vসের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাচীরের কিছু অংশ ভাঙ্গা দেখেছি,পরিস্থিতি শান্ত আছে।