ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৭, ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলার পেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ করা হয়েছে। অতিদরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় হতদরিদ্র, নির্যাতিতা, অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পেশা থেকে ফেরত নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ পাঁপড়, ছোলা, বুট, রুটি ও ডিম ব্যবসার উপকরণ, গ্যাসের চুলা ও গ্যাস বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যশোরের রেলগেট এলাকার রিমি আক্তারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার উপপরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু প্রমুখ। উপকার ভোগী রিমি আক্তার বলেন, জীবনে চরম ভাবে নির্যাতনের স্বীকার হয়েছি এবং করোনার কর্মহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ি। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ব্যবসার মালামাল পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি নিজের পায়ে দাড়াতে পারবো। অতিদরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বমোট ৮৮ জন দরিদ্রদের স্বাবলম্বী করাতে বিভিন্ন ছোট ছোট ব্যবসার মালামাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

error: Content is protected !!