আব্দুল হালিম,উপকূল প্রতিনিধি।। শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে একদিনে ৪ জন মানুষকে কুকুরে কামড় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুড়িগোয়ালিনী এলাকায় কুকুরের আনা গোনা বিদ্ধি পাওয়ার ফলে যে কোন সময় মানুষকে কামড় দিচ্ছে বলে অভিযোগ করে বুড়িগোয়ালিনী ৮ নং ওর্য়াডের ইউ,পি সদস্য আব্দুল গনি, ইউ পি সদস্য আরো বলেন বুড়িগোয়ালিনী এলাকার মৃত সোনা পাড়ের মেয়ে জাহানারা, সহ আরো ২ জন বাচ্চাও মজিবারের বৌ কে বুধবারে তাদের সবাইকে একই দিনে এই পাগলা কুকুরে কামড় দিয়েছে। কুকুরের ভয়ে এলাকার মানুষকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে রাস্তায়। তাছাড়া এলাকাবাসী কুকুরের ভয়ে দলবদ্ধ ভাবে চলাফেরা করছে। বুধবার সন্ধ্যায় আবার ও দুই শিশু কে কামড় দিয়েছে কুকুরে।