মহম্মদপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে’র জেল ও জরিমানা – magurarkotha.com

মহম্মদপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে’র জেল ও জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৯, ২০২২

মহম্মদপুর উপজেলার  বালিদিয়া ইউনিয়নের অন্তর্গত শিকদারের মোড় টু কলমধরী রোডের শ্রীপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে মোঃ সোহান খান(নুরনবী),পিতাঃ খলিল খান গ্রামঃবালিদিয়া কে আনুমানিক ১২গ্রাম গাঁজা সহ ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো মোবাইল কোর্টের ২০০৯ এর ৭(২)ধারা ক্ষমতা বলে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
উল্লেখ্য সে মাদক সেবন এবং ব্যবসা ছাড়াও চুরি ও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত বলে জানা গেছে।

error: Content is protected !!