দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে।”রোববার (২ নভেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান বলেন,“দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। ফলশ্রুতিতে গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে কোনো আঘাত যুবসমাজ জীবন দিয়ে হলেও মোকাবেলা করবে।”
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রায়হান যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার চেতনাকে বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ তরুণরাই পারে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।
নেতাকর্মীদের উদ্দেশে রায়হান বলেন,“শুধুমাত্র সভা-সমাবেশ এর মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাঁদের দুঃখ-দুর্দশার কথা জানতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর যুবসংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন,“তরুণ নেতৃত্ব ও তাদের ভাবনাকে কাজে লাগিয়ে একটি নতুন, গণতান্ত্রিক ও ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুবকদের অংশগ্রহণ গণতান্ত্রিক পরিবেশকে আরও সুসংহত করবে এবং উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”
এই গণসংযোগের আয়োজন করে মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা যুবদল। সংক্ষিপ্ত সভাশেষে জেলা বিএনপির সদস্য রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি, তাঁরা আগামী দিনে একটি গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ্। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুজ্জামান হেনা, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক ইসহাক আলী, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দানেস আলী, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, ছাত্রদলের নেতা গোলাম মোস্তজা মুন, বাংলাদেশ জাতীয়বাদী পজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুল ইসলাম, রাসেল, ঘাসিগ্রাম ইউপির সাবেক মেম্বার জনাব আলী, বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।