রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা যুবদলের অন্তর্গত বাঘা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাঘা পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বাঘা বাজার হয়ে পুনরায় পৌরসভা সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন।
উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে শতাধিক নেতা-কর্মী বেলুন, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং আড়ানীর কৃতি সন্তান আরিফুল ইসলাম বিলাত।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন প্রাং, সদস্য আল আমিন জমাদার, ফজলুর রহমান মুক্তা, আসাদুজ্জামান রাজা, পৌর যুবনেতা ফয়সাল তানভীর তুর্য, জাহাঙ্গীর আলম, অনিক, হিমেল, কামরুজ্জামান, জয়নাল সহ নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ সমাজকে সংগঠিত করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন আমাদের নবউদ্দীপনা দিয়েছে।”
মাসুদুর রহমান স্বজন বলেন, “যুবদল সবসময় তরুণদের নেতৃত্ব গঠনে এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের একতা ও উদ্দীপনা দৃঢ় করছে।”
আরিফুল ইসলাম বিলাত বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। আমি যুবদলের উদ্যোগকে সমর্থন জানাই এবং সবসময় তাদের সার্বিক সহযোগিতা চালিয়ে যাব