শ্যামনগরের গাবুরায় কাশেম বাহিনীর হামলায় জখম ৮ – magurarkotha.com

শ্যামনগরের গাবুরায় কাশেম বাহিনীর হামলায় জখম ৮

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২১, ২০২০

ডেস্ক রিপোর্ট : মাছের ঘের দখল করতে গিয়ে সন্ত্রাসী স্টাইলে বসত বাড়িতে হামলা চালিয়ে অন্তত ৮জনকে রক্তাক্ত জখম করেছে কাশেম বাহিনীর প্রধান কাশেমের নেতৃত্বে ১৫-২০ জন। বুধবার দুপুর ১টার দিকে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামস্থ লোকমান গাজীসহ কয়েকজনের বাড়িতে এ হামলা চালানো হয়।

কথিত যুবলীগ নেতা কাশেম বাহিনীর প্রধান কাশেমের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসীসহ ধারালো দা, বল্ল¬ম ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে নারী শিশু ও পুরুষসহ অন্তত ৮জনকে রক্তাক্ত জখম করে এবং নারীদের শ্ল¬ীলতাহানি ঘটায় বলে স্থানীয়রা জানান।

কাশেম বাহিনীর এহেন প্রকাশ্যে হামলায় এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। আহতরা হলেন বায়জিদ (৩৫), জুনায়েদ (৩০), শিশু আয়শা (৩), বুলবুলি (৩৬), শরিফুল (২১), সাদ্দাম (২০), মাকসুদুল (২৪), রিজিয়া বেগম (৪০)সহ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

error: Content is protected !!