১৫টি ভিন্ন ভিন্ন ক্রীড়া প্লেয়ার হান্ট ও প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন:
১৪ নভেম্বর ২০২৫ তারিখ, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাগুরা ইনডোর স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ১৫টি ভিন্ন ভিন্ন ক্রীড়া প্লেয়ার হান্ট ও প্রশিক্ষণ ক্যাম্প-এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জনাব মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের উপস্থিতিতে জেলা প্রশাসক বলেন যে, মাগুরার ক্রীড়া সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে শৈশব থেকেই সঠিক প্রশিক্ষণ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটির চেয়ারম্যান জুলফিকার আলী খান। তিনি বলেন যে, জেলা পর্যায়ে এমন আয়োজন দেশের সামগ্রিক ক্রীড়া উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
উশু, তায়কোয়ান্দো, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ মোট ১৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি নভেম্বর মাসজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা ও নিবন্ধন চলবে। পরবর্তীতে খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী দল ভাগ করে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করা হবে।