আছড়ে মেয়েকে হত্যা করলেন বাবা – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

আছড়ে মেয়েকে হত্যা করলেন বাবা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৩, ২০২১

রাইসা আক্তার, বয়স মাত্র আড়াই বছর। এই অবুঝ শিশু কন্যাকেই আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদার মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক বাবা হুমায়ুন সরদার পলাতক রয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে রাত ৮টার দিকে রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হুমায়ুন সরদারকে ধরতে অভিযান চলছে।

error: Content is protected !!