আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্রশেখর(২১)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মাছের ঘেরে পুতে রাখা অবস্থায় তার মরদের উদ্ধার করে আশাশুনি থানা পুলিশ। তার পরিবারে জানান, রবিবার রাতে নিজ মাছের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় চন্দ্র শেখর। এরপর সোমবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার খোঁজ খবর নেয় পরিবারের সদস্যরা। কোথাও খুঁজে না পেয়ে ওই মাছের ঘেরে ভিতরে পানিতে রাখা ডালপালার মধ্যে তল্লাসী চালায়।
ডালপালা টেনে তুলতেই কাদা-মাটির ভিতর থেকে বেরিয়ে আসে চন্দ্র শেখরের মরদেহ। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানায় পুলিশ। চন্দ্র শেখরের স্বজনদের দাবি, চন্দ্র শেখরের সাথে কারো শত্রুতা ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুতে রাখা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় সূত্রটি।