কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সনৎ গাইন, মিলন ডাক্তার, হিমাংশু ও অসিত সেনের বিরুদ্ধে গোয়াল পোতা বুড়ো শিব মন্দির ধ্বংসে লিপ্ত থাকার প্রতিবাদে মানববন্ধন, ঝাটা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় গোয়ালপোতা বুড়ো শিব মন্দির কমিটির আয়োজনে বুড়ো শিব মন্দির প্রাঙ্গনে বুড়ো শিব মন্দির কমিটির সভাপতি চন্ডিচরণ মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সুভাস বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক তাপশ মন্ডল, কোষাধ্যক্ষ গোবিন্দ প্রসাদ মন্ডল প্রমুখ। উক্ত মানবন্ধনে বক্তারা বুড়ো শিব মন্দিরের উন্নয়ন কাজে বাধা ও মন্দির ধ্বংসের পায়তারার অভিযোগে সনৎ গাইন, মিলন ডাক্তার, হিমাংশু ও অসিত সেন গং ষড়যন্ত্র করে আসছে বলে বক্তব্য রাখেন। ২শত বছরের পুরাতন এই বুড়ো শিব মন্দিরকে সমাজে হেয় করতে এবং মৃত প্রায় ৩ টি গাছ কর্তন কে কেন্দ্র করে ষড়যন্তকারীরা বিভিন্ন জায়গায় কাল্পনিক অভিযোগ দায়ের করে চলেছে। প্রকৃত অর্থে হিমাংশু সহ কতিপয় ব্যক্তি অত্র মন্দিরের অর্থ আত্মসাৎ করে অদ্যবদি হিসাব দেয় নাই। উপরন্তু মন্দির ধ্বংসের ষড়যন্ত্রে পায়তারা চালাচ্ছে।