সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজা প্রাপ্ত আসামী সিরাজুল ইসলাম (৩৫) কে আটক করা হয়েছে। সে কালিগঞ্জ থানা এলাকার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামের আব্দুস সামাদ এর পুত্র।
থানা সুত্রে জানাগেছে, শনিবার (২০ মার্চ-২১) রাত সাড়ে ১১টায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নির্দেশে থানার উপ সহকারী পরিদর্শক মোকাদ্দেস সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হন। সে জি আর -১১০/০৬ নং মামলায় দুই বছর পূর্বে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবন যাপন করে আসছিল। রবিবার (২১ মার্চ) বেলা ১১ টায় সিরাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।