হাসেম আলী ও শাহাদাত হোসেন কালিগঞ্জ থেকে :১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রমিকলীগ ও বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের পক্ষ থেকে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পঅর্পন ও সকল শহীদদের প্রতি বিনস্র শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য কামাল সরদার,বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সোহেল সরদার,বিষ্ণুপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি মোহন সরদার,চম্পাফুল ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ও বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এবং আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেখারুল ইসলাম সুমনের নেতৃত্বে বুধবার সকাল ৭ টার সময় শ্রমিক লীগ,ইউনিয়ন যুবলীগের ও ছাত্রলীগের সদস্যদের নিয়ে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।শ্রদ্ধাঞ্জলি শেষে এক আলোচনা সভার আয়োজন করেন।এতে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, দক্ষিণ শ্রীপুর শ্রমিক লীগের সভাপতি কামাল সরদার।