কালিগঞ্জ বাঁশতলা মৎস্য সেটের বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত – magurarkotha.com

কালিগঞ্জ বাঁশতলা মৎস্য সেটের বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২০

কালিগঞ্জ উপজেলার বাঁশতলা মৎস্য সেট মালিকদের প্রতি বছরের ন্যায় এবারো বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা ১১ টায় বাঁশতলা মৎস্য সেট কমিটির আয়োজনে বাঁশতলা সেটের অফিস কক্ষে এ বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সেটের সভাপতি লালু সরদার এর সভাপতিত্বে দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম সুমন।তিনি তার বক্তব্যে বলেন করোনা ভাইরাসের কারণে মানুষ এখন বিপদগ্রস্ত সেই সাথে মৎস্য চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তাই মাস্ক ব্যবহার ব্যতীত কাটায় না আসা, এবং কমিশন কম নেওয়া মাছ চুরিসহ কোন অনিয়ম না হয় ও ব্যবসায়ীদের কাছে পাওনা টাকা আদায়ের বিষয়সহ সেট সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।এবং মাছ চুরি বিষয়ক কোন অনিয়ম ধরা পড়লে ৫০০০ টাকা জরিমানার করা হবে।এই সময় উপস্থিত ছিলেন বাঁশতলা মৎস্য সেটের সকল আড়ৎদার,ও ব্যবসায়ীবৃন্দ।

error: Content is protected !!