কেশবপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন মুক্ত করার ঘোষণা বাস্ত্মবায়নে ঈদ উপলÿে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্ত্মান্ত্মর বিষয়ের ওপর কেশবপুরের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ উপলÿে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরম্নমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠনের শুরম্নতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্ত্মান্ত্মর বিষয়ের ওপর বিষদ আলোচনা করেন।তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা বাস্ত্মবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এদেশকে শতভাগ ভূমিহীন মুক্ত করার কাজ এ উপজেলায় দ্রম্নতগতীতে এগিয়ে চলেছে। প্রাথমিকভাবে ২৩০ জন ভূমিহীন পরিবার সনাক্ত করা হয়েছে।ইতোমধ্যে এদের অনুকুলে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রথম পর্যায়ে ১১০ জন ভূমিহীনকে জমির কাগজপত্রসহ ঘর হস্ত্মান্ত্মার করা হয়েছে।দ্বিতীয় পর্যায়ের ৬১টি ঘর আগামীকাল মঙ্গলবার হস্ত্মান্ত্মর করা হবে।আগামী জুন-জুলাইয়ে বরাদ্দ মিললে অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর তুলে দিতে পারলেই কেশবপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান,উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোলস্ন্যা।উন্মুক্ত আলোচনায় অংশ নেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,কোষাধ্যÿ শামসুর রহমান, নূরম্নল ইসলাম খান,কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান সহ সাংবাদিকবৃন্দরা।