কেশবপুরে বিলখুকশিয়ার বিলে সরকারি খালের জমি দখল করে মাছের ঘের মাছ চাষ করে আসছে এক ঘের মালিক বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ একযুগ ঘেরের ব্যবসা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গনস্বাক্ষরিত অভিযোগ করছে ঘের মালিক রবিউল ইসলামের বিরম্নদ্ধে এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রম্নদাঘরা গ্রামের সৈয়দ আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়নের খুকশিয়ার বিলে ১৭০ বিঘা জমির একটি মাছের ঘের করে দীর্ঘ ১১ বছর ব্যবসা করে আসছে। উক্ত ঘেরের মধ্যে খুকশিয়ার বিলের টানের খাল, জালের খাল ও কদমতলির খাল নামে তিনটি খাল রয়েছে। খালের মুখে ভেড়ি বাধ দিয়ে সরকারি খালের ২০ বিঘা জমি দখল করে মাছের ঘের তৈরি করে দীর্ঘ ১১ টি বছর ঘেরের ব্যবসা করে আসছে। যার কারণে বিলের পানি নিষ্কাশনের দারম্নণ ভাবে ব্যাহত হয়ে আসছে। বিল এলাকায় বসবাসকারীদের বাড়ির আঙ্গিনায় ১২ মাস পানি জমে থাকায় তাদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সুফলাকাটী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম মুনজুরম্নল ইসলাম বলেন ঘের মালিক রবিউল ইসলামের সাথে গোপন অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে তাকে সরকারি খাল দখল করে মাছের ঘের পরিচালনা করার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমান বিল এলাকা বাসি ঘের মালিকের বিরম্নদ্ধে ফুঁসে উঠেছে। এই কারণে ঘের মালিকের বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবীতে নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ করেছে। ঘের মালিক রবিউল ইসলামের মুঠোফোনে ফোন দিলে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান এলাকা বাসির গণস্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত্ম পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।