কেশবপুরে রামচন্দ্রপুর গ্রামে এক দীনমজুরের জমি বন্ধকের টাকা আত্নসাত করেছে ওই গ্রামের এক প্রভাবশালী মহল। এ ঘটনার পর থেকে টাকা ফিরে পেতে পরিবারটি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছে।
জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের মৃত ইব্রাহিম খাঁর ছেলে দীনমজুর মোসলেমউদ্দীন সায়েম ২ বছর আগে স্ট্যাম্পে চুক্তিপত্র করে একই গ্রামের রজব আলীর ছেলে ইদ্রিস আলী গাজীর আশারকুড় বিলের ১২ শতক জমি ৫০ হাজার টাকায় বন্ধক রাখেন। মোসেলউদ্দীন তার বন্ধক রাখা ওই জমি একই গ্রামের কাশেম আলির ছেলে আজিজুর রহমানের মাছের ঘেরে বাৎসরিক চুক্তিতে লিজ প্রদান করেন। ২০২১ সালের ডিসেম্বরে মোসলেমউদ্দীন সায়েমের টাকার প্রয়োজন হলে জমির মালিক ইদ্রিস আলীর কাছে তার বন্ধকী জমির টাকা ফেরত দিতে বলে। এ সুযোগে ঘের মালিক আজিজুর রহমান ওই জমি বন্ধক রাখবে বলে মোসলেমউদ্দীন সায়েমের কাছ থেকে প্রতারণা করে স্ট্যাম্প নিয়ে যায়।এরপর দীর্ঘদিনেও টাকা ফেরত না দেয়ায় গত মার্চ মাসে মোসলেমউদ্দীন সায়েমের স্ত্রী রাবেয়া বেগম প্রভাবশালী ঘের মালিক আজিজুর রহমানের কাছে স্ট্যাম্প ফেরত চাইলে তাকে ব্যাপক মারপিট করে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর থেকে দীনমজুর মোসলেমউদ্দীন সায়েমের পরিবার টাকা ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছে। রাবেয়া বেগম অতিকষ্টে জমানো টাকা ফিরে পেতে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপÿের আশু হস্ত্মÿেপ কামনা করেছেন। এব্যাপরে আজিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।