কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংস্কৃতি বিনাশী ষড়যন্ত্র প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে চলাকালীন বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, প্রদীপ বসু পল্টু, সিরাজুল ইসলাম, কবি পার্থ সারথী, রবিউল ইসলাম,অনিমেষ সাহা বাপী, প্রদীপ সিংহ প্রমুখ।