কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ইউপি সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার চেয়ারম্যান কাজী মুস্ত্মাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে পরিষদ কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় ১২ জন নির্বাচিত ইউপি সদস্য ভোট প্রদান করেন।৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামরম্নল ইসলাম সর্বোচ্চ নয় ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দী ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর তিন ভোট পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব। উলেস্নখ্য,গত ০৫ জানুয়ারি সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।