খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান নির্মিত হচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর!
গত ২৪ জুন ২০২৩ তারিখে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের “Improvement of Binodpur Crematorium under Binodpur Union” (বিনোদপুর মহাশ্মশান উন্নয়ন প্রকল্প) সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
এই প্রকল্পটির বিশেষত্ব হলো এটি অত্যাধুনিক নকশায় তৈরি খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান। এছাড়াও, এই প্রকল্পে ব্যবহৃত ইউনিব্লক ও অন্যান্য সরঞ্জামাদী হবে অধিকতর টেকসই ও মানসম্পন্ন। উন্নত বিশ্বের ন্যায় অত্যাধুনিক ত্রিমাত্রিক বৈশিষ্ট্যের নকশা এটিকে করেছে অন্য স্থাপনা থেকে সম্পূর্ণ আলাদা।
মহাশ্মশানটি নবগঙ্গা নদীর তীরে বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া মৌজায় অবস্থিত। সংযোগ সড়কসহ মোট ২৩.৫ শতক জমির উপর মহাশ্মশানটি অবস্থিত।
স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ সামাজিক অবকাঠামো উন্নয়ন (GSID-2) প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মোট প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে দুই কোটি আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা।
এছাড়া, প্রকল্পটির চুক্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ ছিয়াশি হাজার নয়শত চার টাকা একাশি পয়শা।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দার, বড়বাজার, চুয়াডাঙ্গাকে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। বর্তমানে এর কাজের অগ্রগতি প্রায় ৪০%।
সরেজমিনে পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পটির সার্বিক অবস্থা এবং নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রকল্পের ঠিকাদারকে যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফী; উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল; এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান, মহাশ্মশান কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।