নওগাঁয় হেরোইনসহ মাদক কারবারি আটক – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

নওগাঁয় হেরোইনসহ মাদক কারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় ডিবির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ডিবি।

আটক পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আটক পাইলট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মান্দায় থানায় একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবেl

error: Content is protected !!