পুতুলের কাছে প্রার্থনা
– সুয়েজ করিম
পৃথিবী থমকে যায় ক্ষুধার যন্ত্রণা
পুতুলের কাছে তাই সাহায্য প্রার্থনা।
এর চেয়ে অসহায় কি বা দৃশ্য আছে?
ভিখারিনী অন্ন চায় পুতুলের কাছে।
মানুষ ফিরিয়ে দেয় দূর দূর করে,
তাইত সে ভিক্ষা চায় পুতুলের তরে।
চোখ ফেটে আসে জল হয় মর্মাঘাত,
এত কষ্টে যদি জুটে এক মুঠো ভাত।
হিরা, পান্না, জহরত, চায়না সে সোনা,
খেতে চায় তৃপ্তি ভরে এক পেট দানা।
দারিদ্র্যের কষাঘাতে চোখ অন্ধকার
সমুদ্রের খড় কুটা আশা বাঁচিবার।
হৃদয়ে রক্তক্ষরণ কে নিবে এ দায়?
বুঝা গেল জাতি আজ, কত অসহায়।