প্রতি বছরের ন্যায় এ বছরেও ১২০ জন সংবাদ কর্মীকে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শেষ হল মাগুরা রিপোর্টার্স ইউনিটের বাৎসরিক আনন্দ ভ্রমণ। পূর্বের বছরগুলোর থেকে এ বছরের আয়োজনটা ছিল এক ভিন্ন ধরনের আয়োজন যেটা সকলের মনকে সাড়া জাগিয়েছে। ০২-০৩-২০২৪ (শনিবার) মাগুরা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি এইচ এন কামরুল ইসলাম এর নেতৃত্বে সকাল ৯:২০ মিনিটের সময় ৮টি হাই এক্স গাড়ি মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে নড়াইল নিরিবিলি পিকনিক কর্নার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরে মাগুরা শালিখা উপজেলার মো: মাসুম বিল্লাহর নেতৃত্বে ২ টি গাড়ি। শ্রীপুর উপজেলার মোঃ সিরাজুল ইসলাম টোকনের নেতৃত্বে দুইটা গাড়ি ও সুজন মাহমুদ এবং আলাউদ্দিনের নেতৃত্বে গাড়ি যুক্ত হয়। আনন্দ ভ্রমণের যাত্রা বিরতি ঘটে বেলা ১১ঃ০০ টায় বিরতিকালে সুন্দর বণ্টনের মাধ্যমে সকলকেই নাস্তা দেওয়া হয়। নাস্তা শেষে পুনরায় যাত্রা শুরু হয়, আনন্দ ভ্রমণের গাড়ি বেলা ১২:০০ টাই নড়াইল নিরিবিলি পিকনিক স্পট এ গিয়ে পৌঁছাই। স্পটে পৌঁছাতেই তড়িঘড়ি করে রান্নার কাজ শুরু করে বাবুর্চি, শুরু হয় সকলের এলোমেলো ঘোরাঘুরি, শুরু হয় সকলের ছবি তলার প্রতিযোগিতা, কে কত সুন্দর করে ছবি তুলতে পারে , উপভোগ করতে থাকে নিরিবিলি পিকনিক স্পটের সৌন্দর্য,নিরিবিলি পিকনিক কর্নারের সৌন্দর্য সকলের মন কেড়ে নেয়, সৌন্দর্যগুলো ভাগাভাগি করতে থাকে একে অপরের সাথে, পিকনিক কর্নারের সবচেয়ে আকর্ষণীয় ছিল ছোট চিড়িয়াখানা যেখানে ছিল বিভিন্ন ধরনের প্রাণী, যেগুলো দেখে আনন্দিত হয় সকলেই। ঘোরাঘুরি শেষে বেলা ৩:৩০ মিনিটের দিকে খাবারের জন্য সকলকে সারিবদ্ধভাবে বসানো হয়। খাবারের তালিকায় ছিল, মুরগি, ডাল ও খাসির মাংস, সফট ড্রিং। সুন্দর পরিবেশনের মাধ্যমে সুস্বাদু খাবার খেয়ে সকলেই যেন তৃপ্তি খুঁজে পায়। খাবার শেষে শুরু হয় মজার মুহূর্ত, শুরু হয় মেয়েদের বালিশ বদল খেলা, বালিশ বদল খেলায় বিজয়ী হন তিনজন। একে একে কয়েকটি ইভেন্ট শেষ হয়ে শুরু হয় মাগুরা রিপোর্টার্স ইউনিটের পক্ষ হতে বিশেষ আয়োজন রাফেল ড্র। ২০ টি আকর্ষণীয় পুরস্কার দ্বারা সাজানো হয় এই রাফেল ড্র, রাফেল ড্র এর আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি পেশার কুকার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি হিটার জগ, তৃতীয় পুরস্কার হিসাবে ছিল একটি বাটন মোবাইল ফোন। রেফেল ড্র শেষে শুরু হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পুরস্কার বিতরণের সময় ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি, এইচ এন কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটের সংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ ও মাগুরা রিপোর্টার্স ইউনিটের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। একে একে সকল বিজয়ীদের মধ্যে তাদের অর্জিত পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মাগুরা রিপোর্টার্স ইউনিটের বাৎসরিক আনন্দ ভ্রমণ।সকল কর্মসূচির বাস্তবায়নে ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সকল সদস্যবৃন্দ।