মাগুরার মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে ননীগোপাল ক্রীড়া ময়দান চত্বরে। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন মশাল প্রদক্ষিণ এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা ও শান্তির প্রতীক কবুতর উড়িয়া তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজাপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল , রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ শামসুল হক, সাবেক প্রধান শিক্ষক সুভাষ কুমার সাহা , রাজাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ওলিয়ার রহমান বিশ্বাস, বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।