মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা এবং সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় মহব্বত আলীর সমর্থক আতর আলীকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর ১১ টি বাড়িতে অগ্নিকান্ড ও বেশ কিছু বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ হত্যাকান্ডের ৮ ঘন্টার মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা সাবেক চেয়ারম্যান ঘন্দকার মহব্বত আলীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংএ বিস্তারিত জানান। তিনি জানান, হত্যাকান্ডের সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। পুলিশ জানমালের নিরাপত্তা আগুন নিয়ন্ত্রন ও আইনশৃংখলা পরিস্থিতি নি্রযন্ত্রনে অতিরিক্ত পু্লিশএবং ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। পরবর্তীতে পুলিশের একটি টিম শুক্রবার ভোর থেকে মাগুরার বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালীয়ে বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা, সাবেক চেয়ারম্যান খন্দকার মহব্বত আলীসহ উভয় পক্ষের অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করে। তাদের বিরিদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।