মাগুরায় পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা উলামা পরিষদের উদ্যোগে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে বুধবার সকাল ১০টায় মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাগুরা সিদ্দিকিয়া দরবার শরিফের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল মমিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব মোঃ সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান ও গঙ্গারামপুর দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোঃ আবুল খায়ের।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. ওয়ায়েজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মমিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ আমজাদ হুসাইন ও সঞ্চালক হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান সহ স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, খতিব ও ইমাম, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।