মাগুরায় আজ শুক্রবার দুপুরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভগবান শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ২ টায় নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দত্ত, জেলা হিন্দু,বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ প্রমুখ। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা জেলার ৪ উপজেলার অন্তত ১৫ হাজার ভক্ত অংশ নেয় । সন্ধায় অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।