বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা কর্তৃক গত ০৫ অক্টোবর ২০২৩ তারিখে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার ও শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন মনিরা এর বদলিজনীত কর্মস্থল স্থানান্তর উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হয়।
একই সাথে এই অনুষ্ঠানে উক্ত তিন উপজেলার তিনজন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারদের বরণ করে নেয়া হয়। সদ্য যোগদানকৃত তিনজন উপজেলা নির্বাহী অফিসার হলেন জনাব মমতাজ মহল, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা; জনাব হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা ও জনাব পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা ও সভাপতি, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।