বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, এসএসসি ২০২৪ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৫
আজ ২৮ জানুয়ারি ২০২৫, মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, এসএসসি ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, ছাত্র-ছাত্রীদের মেধা, সৃজনশীলতা এবং সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের এই অদম্য উদ্যম আগামী দিনের সম্ভাবনার প্রতীক বলে তিনি উল্লেখ করেন।
আয়োজন সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।