সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে মঙ্গলবার মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা শ্যামনগর উপজেলা বনাম দেবহাটা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় শ্যামনগর উপজেলা ২-০ গোলে দেবহাটা উপজেলাকে হারিয়ে ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করে। শ্যামনগর উপজেলার আনাচ ও সামসি ১টি করে গোল করেন। সম্পূর্ণ খেলাটি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তানজিল্লুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কমকর্তারা উপস্থিত থেকে উপভোগ করেন।