মেডিকেলে চান্স না পাওয়ায় কেশবপুরের মেধাবী ছাত্রী সুরাইয়া ইয়াসমিন তনিমা গত দুইদিন নিখোঁজ রয়েছে । কেশবপুর উপজেলার বুড়েহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জুলফিকার আলির ছোট মেয়ে সুরাইয়া ইয়াসমিন তনিমা ২০২১ সালে এইচ এস সি পরীক্ষায় জি পি এ-৫ পেয়ে পাশ করে মেডিকেলে পড়তে খুলনায় মেডিকেল কোচিং করেছে।
তার পড়াশোনায় বরাবরই ছিলো। মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারে সে খুব আশাবাদী ছিলো। ১ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা খুব ভালো দিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস। ৫ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে দেখা গেলো তার কোথাও মেডিকেলে চান্স হয়নি। তাই মনের ক্ষোভে ও দুঃখের সে আতœগোপনে চলে যায়। এদিকে মেধাবী ছাত্রী সুরাইয়া ইয়াসমিন তনিমাকে কোথাও খুঁজে না পাওয়ার কারণে তার পিতা-মাতা খুব হতাশ হয়ে পড়েছে। তার পিতা মাতা সহ কেশবপুর পৌর শহরে ভাড়া বাড়িতে বসবাস করতো। এব্যাপারে তার পিতা থানায় সাধারণ ডায়েরী করেছেন।