ডেস্ক রিপোর্ট: বিচার শুরুর সাত কার্যদিবসের মধ্যে বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামিকে যাবজ্জীবন দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনলের বিচারক।
সাজায় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরে আলম এ রায় ঘোষণা করেন। রোববার বিকেল পর্যন্ত এই মামলার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন বিচারক। গত ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জ্জী । ১২ অক্টোবর মামলাটির অভিযোগ গঠন করা হয়। ১৩ অক্টোবর বাদীপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ৩রা অক্টোবর বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে পঞ্চাশ বছরের আব্দুল মান্নান সরদার নামে এক ব্যক্তি। ঘটনা জানাজানি হওয়ার পর ওই দিনই শিশুটির মামা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মান্নানকে আসামি করে মামলা করেন।