শ্যামনগর (সদর): সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনকালে সেখানে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার (২৭ মার্চ) সকালে যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়ে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন এএনআইকে সাক্ষাৎকার প্রদানকালে এই ঘোষণা দেন তিনি।
এএনআইকে নরেন্দ্র মোদী বলেন, যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০১৫ সালে বাংলাদেশে এসে ঢাকেশ^রী মন্দিরে গিয়েছিলাম। আজ কালীমাতার সান্নিধ্যে এসে আশির্বাদপ্রাপ্ত হয়েছি। করোনার মহামারী থেকে তিনি আমাদের নিরাপদে রাখুক।
এসময় যশোরেশ্বরী কালী মন্দিরের পাশে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যেন স্থানীয়রা কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে, সেইভাবেই এটি তৈরি করা হবে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় যেন তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।
এর আগে সকাল ১০টা ১২ মিনিটে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরে অবতরণ করে। এরপরই মন্দিরে পৌঁছান তিনি।