শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আবদুর রহিমের ওপর গুলি চালিয়েছে বোরকা পরা তিন সন্ত্রাসী।এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরপরই সন্ত্রাসীরা তার মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
আজ রোববার রাত সাতটার দিকে কৈখালি ইউনিয়ন পরিষদের মধ্যেই এ ঘটনা ঘটে। তাকে দ্রæত শ্যামনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
চেয়ারম্যানের সঙ্গী ইশরাত আলি জানান চেয়ারম্যান তার কয়েকজন চৌকিদার দফাদারকে নিয়ে ইউনিয়ন পরিষদের মধ্যে কথা বলছিলেন।এমন সময় বোরকা পরিহিত তিনজন তাকে একটু বাইরে আসতে বলেন। চেয়ারম্যান তাদের ভেতরে আসার কথা বললেও তারা না আসায় তিনি চেয়ার ছেড়ে কক্ষের বাইরে আসতেই শুরু হয় কথা কাটাকাটি। তারা এ সময় তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে । গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার চৌকাঠে লেগে তার পায়ে এসে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সাথে সাথে তারা তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। চেয়ারম্যানের সহকর্মীদের ধাওয়ার মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। ইশরাত আরও জানান ঘটনাস্থলে গুলির খোসা পড়ে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে শুনে খোঁজখবর নিচ্ছেন।