সাতক্ষীরা যুগ্ম জেলা জজ দুই নম্বর আদালতের ১৪/২০২১ নাম্বার দেওয়ানী মোকদ্দমায় নালিশী ভূমিতে স্হিতিবস্হা আদেশ থাকা সত্বেও তা অমান্য করে নালিশী সম্পত্তিতে লাল ফ্লাগ পুতার অভিযোগ।
শ্যামনগর থানার শ্যামনগর মৌজায় এস এ ৫৫৩ নং খারিজ মতে ৫৫৩/১ নং খতিয়ানের ৭৫৫ দাগের ২.৬০ একর ভূমির মধ্যে ৩৩ শতক ভূমিতে মঞ্জুয়ারা পারভীন বাদি হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক সাতক্ষীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা, উপজেলা নির্বাহি অফিসার শ্যামনগর সাতক্ষীরা, সহকারী কমিশনার ভূমি শ্যামনগর সাতক্ষীরা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তিন নং শ্যামনগর ইউনিয়ন শ্যামনগর সাতক্ষীরা, বিবাদী করে মামলা রুজু করেন। এবং আদালত কতৃক উক্ত নালিশী ভূমিতে ইং ১৮.০১.২০২১ তারিখে স্হিতিবস্হা বজায় রাখার এক অন্তর্বতীকালীন আদেশ প্রাপ্ত হন।
উক্ত স্হিতিবস্হা আদেশ বজায় থাকা সত্বেও তা অমান্য ককরে শ্যামনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মাদ আলী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো: শফিকুল ইসলাম সহ কয়েকজন সরোজমিনে উপস্থিত হয়ে ইং ২৮. ০২.২১ তারিখে দুপুর দুইটার সময় মামলার বাদী মঞ্জুয়ারা পারভীনের নালিশী উক্ত সম্পত্তিতে
স্থিতি অবস্থায় থাকার নির্দেশনা থাকা সত্ত্বেও কোর্টের নির্দেশনা অমান্য করে লাল ফ্লাগ পুতে দিয়েছে। তারা বলেন জেলা প্রশাসক সহ উর্ধতন ব্যক্তিদের নির্দেশে তারা লাল ফ্লাগ পুতেছে। আদালতের আদেশ অমান্য করে এহেন কার্য়ক্রমে এলাকায় ব্যাপক হারে সমালোচনা সৃষ্টি হয়েছে।
মামলায় বাদীর পুত্র ইয়াসিন আরাফাত মিলন জানান, আমাদের এই সম্পত্তির নিয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে তারপরও আদালতের নির্দেশ অমান্য করে নায়েব সাহেব আমাদের জায়গায় জোরপূর্বক লাল পতাকা পুতে দিয়ে গেছে। এ বিষয়ে মামলার বাদীর পুত্র আদালতের আদেশ অমান্য করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে ভায়োলেশান কেস করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মাদ আলী কাছে জানতে চাইলে বলেন আমরা কোন রেকার্ডিও সম্পত্তিতে লাল ফ্লাগ মারিনি সরকারি জমিতে ফ্লাগ মেরেছি। 01798396958