আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাস্তার দু পাশে গাছেড় গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জন স’মিল মালিকের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পোরশা রোডে অবস্থিত স’মিল গুলো দীর্ঘদিন যাবত রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে ৪ টি স’মিলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাঁকী স’মিল মালিকরা পলাতক ছিলো বলে জনা গেছে।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার সহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগন।