
আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে এই প্রথম সার্বক্ষণিক চক্ষু চিকিৎসা সেবা প্রদানে ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে হাসপাতাল রোডে আঃ রহিমের তিন তলা ভবনের সামনে “ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতাল” এর আয়োজনে উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ফিতা কেটে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাদেকুল ইসলাম, আঃ রহিম, শাওন ডায়াগনস্টিক সেন্টারের মালিক সৈবুর রহমান,ম্যাক্স-ভিশন ডিজিটাল চক্ষু হাসপাতালের পরিচালক, ডিপ্লোমা চক্ষু চিকিৎসক মোঃ রায়হান কবির মিলন প্রমুখ।
Reporter Name 











