ডেস্ক রিপোর্ট : সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে যুবকের পরিবার ও পুলিশের বক্তব্যে এই মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য। অভিযোগ জানিয়ে মামলা করেছেন নিহত রায়হানের পরিবার।
রায়হান আহমদ নামের যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে- ‘রায়হানকে ধরে নিয়ে গিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে পুলিশের অতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এদিকে মরদেহ দাফনের পূর্বে স্বজনরা নিহত রায়হানের নির্যাতনের চিহ্ন ক্যামেরাবন্দী করে রাখেন। এতে দেখা যায় তার হাতের নখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এমন কি পায়ের হাঁটুর নিচে আঘাত করে পা ভেঙ্গে ফেলা হয়েছে।হাত ও পায়ের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্নও রয়েছে। এর আগে রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হলেও দুপুর আড়াইটার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তবে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ‘চুরি করতে গিয়ে গণপিটুনিতে’ ওই যুবকের মৃত্যু হয়েছে।