ঝিনুক টিভি ডেস্ক-
মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় তারিকুল ইসলাম (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় উপজেলার হাট দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।নিহত তারিকুল দারিয়াপুর নতুন পাড়ার বাসিন্দা। তাঁর ভাই নাজমুল দারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাহেব নামে এক ব্যক্তি জানান, দারিয়াপুর কলেজে একটি নতুন প্রবেশদ্বার তৈরি হচ্ছে। সকালে সেই প্রবেশদ্বারের কাজ পর্যবেক্ষণ করছিলেন কলেজের অধ্যক্ষ নিজামুদ্দিন। এই পথ দিয়ে সাইকেলে করে যাওয়ার সময় অধ্যক্ষ নিজামুদ্দিনের সঙ্গে কথা বলতে রাস্তার পাশে দাঁড়ান তারিকুল। বেলা ১১টার দিকে ইটভাটার জ্বালানি টানা একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তারিকুলকে চাপা দেয়। এ সময় ট্রাকের একটি চাকা তারিকুলের বুকের ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান হাসপাতালে আসার আগেই তারিকুলের মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।