প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৮ সেপ্টেম্বর)।
২০২৩ সালের এদিন তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখায় কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কর্মজীবনে রবিউল আনোয়ার টমি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ সহকর্মীদের কাছে ছিল অনুকরণীয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সহকর্মী সাংবাদিকরা তাঁকে স্মরণ করে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
সহকর্মীরা জানান, রবিউল আনোয়ার টমি ছিলেন সহজ-সরল, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে ক্যামেরাম্যান পদে যোগদান করেন রবিউল আনোয়ার টমি। দীর্ঘদিন ধরে স্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।