মাগুরা জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর আন্তরিকতা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডের জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, মাগুরায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক উন্নয়ন, শিক্ষা, সামাজিক সেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে মাগুরা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।