‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মাদকবিরোধী র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে সাপাহার থানা পুলিশের উদ্যগে উক্ত মাদক বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের নের্তৃত্বে থানার অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে থানা চত্বর হতে মোটরসাইকেলে মহড়াটি বের হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানা চত্বরে মিলিত হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, মাদক নিয়ন্ত্রন করতে প্রতিদিন পুলিশের ঝটিকা অভিযান চরমান রয়েছে। যার অংশ হিসেবে এই মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়। তিনি আরও বলেন যে, কোন প্রকার সমাজ বিরোধী, মাদক ও নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে সাপাহার থানা পুলিশের এই বিশেষ মহড়া অব্যহত থাকবে।