মাগুরা প্রশাসন পরিবারের দুইজন সদস্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এ ভূষিত হয়েছেন। উন্নয়ন প্রশাসন ক্যাটাগরিতে দলগতভাবে তাঁরা এই পদক পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে এই পদক তুলে দেন।
পদকপ্রাপ্ত দুইজন হলেন:০১। জনাব বাসুদেব কুমার মালো, বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহম্মদপুর, মাগুরা (প্রাক্তন কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি)।
০২। জনাব শেখ নওশাদ হাসান, বিপিএএ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা (প্রাক্তন কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি)।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এ ভূষিত হওয়ায় জেলা প্রশাসন, মাগুরা তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে।
জেলা প্রশাসন, মাগুরা বিশ্বাস করে যে, তাঁদের এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে জেলা প্রশাসন, মাগুরার শক্তি আরও বৃদ্ধি পাবে। একই সাথে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবায় নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে আপামর জনসাধারণকে সেবা প্রদানের ক্ষেত্রে জেলা প্রশাসন, মাগুরা আরও সামনে এগিয়ে যাবে।