ঝিনুক টিভি ডেস্কঃ
জনপ্রিয় গায়ক অর্ণবের ‘সে যে বসে আছে’ গানটির কভার গেয়েছে দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর অনুষ্ঠান ব্যবস্হাপনার প্রধান ফখরুল শাওন। সৌরভের উদ্যোগে গানটি কম্পোজ করে ডিউক থিওটোনাস আর ভিডিও পরিচালনায় ছিলেন মৃদুল পাল। গানটি সম্পর্কে শাওন জানায়, অর্ণবের প্রতি একটা ভালবাসা আছে, তাই গানটা তাকেই ট্রিবিউট করে গাওয়া হয়েছে। শাওনের প্রত্যাশা গানটি সবাই শুনে দেখবে। ইতিবাচক কিংবা নেতিবাচক যেকোন মতামত গ্রহণের জন্য প্রস্তুত আছে সে। গানটি শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত এগারোটায় রেডিও টুডে এফএম ৮৯.৬ এর অফিশিয়াল ফেসবুক পেজ এ প্রকাশ করা হয়।