মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ৬ই সেপ্টেম্বর ২০২২ বিনোদপুর এবং ঘুল্লিয়া এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
সূত্রে জানা যায় , চলমান বিবাদ নিরসনে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ উভয় পক্ষকে তাৎক্ষণিক থানায় ডাকেন , এসময় উভয় গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন , এবং এক পর্যায়ে চলমান বিবাদ নিরসন হয় ।
থানা থেকে ফেরার সময় যশপুর নামক এলাকা থেকে মটর সাইকেলেৱ গতি রোধ করে রাতের বেলায় মো: রাজিব বিশ্বাস নামে এক যুবককে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক যখম করা হয় ।
আহত যুবক মারাগেছে এই গুযব মূহুর্তের মধ্যে এলাকায় ছরিয়ে পরলে বিনোদপুর বাজারে অবস্থিত ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট এবং ক্ষতি সাধন হয়।
গুরুতর আহত অবস্থায় রাজিব বিশ্বাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত রাজিব বিশ্বাস বিনোদপুর গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে ।
বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামের চলমান বিবাদ নিরসন এবং এই সংকটময় পরিস্থিতি স্বাভাবিক করতে সরেজমিনে বিনোদপুর বাজার পরিদর্শন করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এসময় তিনি জানতে পারেন বাজারে কফি শপ চালিয়ে পরিবারের ভরণপোষণ চালানো ইলিয়াস নামে এক যুবকের কফি শপের কফি মেকার মেশিনসহ সকল ইন্সট্রুমেন্ট লুট করে নিয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছে পরিবারটি।
পরিবারটির অসহায়ত্বের কথা ভেবে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান পরিচালিত করোনাকালীন সময়ে মানবতার দৃষ্টান্তস্থাপনকারী হটলাইন টিমের মাধ্যমে প্রয়োজনীয় ফ্রীজ ,টিভি, কপিমেকার, ফ্যান সহ দোকানের সকল মালামাল কিনে অসহায় যুবকটির কফি শপ সাজিয়ে দিয়ে পুনঃরায় চালু করে দিলেন মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।