জমি জবর দখলের ঘটনায় যশোর জেলা জজ কেশবপুর আদালতে মামলা করায় বিজ্ঞ আদালতের নোটিশ পেয়ে বাদী পÿের পরিবারের উপর হামলা মারপিট ও লুটপাট করার ঘটনা ঘটেছে।
জানা গেছে,উপজেলার শানতলা গ্রামের মৃত অমুল্য হালদারের ছেলে লÿণ হালদার,নারায়ন হালদার ও কার্ত্তিক হালদার যশোর জেলা জজ কেশবপুর আদালতে একই গ্রামের সামাদ মোড়লের ছেলে সাত্তার মোড়ল, আলম মোড়ল ও মৃত এরশাদ আলী মোড়লের ছেলে জামির মোড়লের বিরম্নদ্ধে এক একর ১৭ শতক জমি জবর দখল করার মামলা করেন। এ মামলায় গত ১৭ নভেম্বর আদালত থেকে নোটিশ জারি করে। আদালতের নোটিশ পেয়ে উলিস্নখিতদের সাথে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিরা জোটবদ্ধ হয়ে মামলার বাদী পÿের নারায়ন হালদারকে একা পেয়ে মারপিট করে এবং বাড়ির ভিতর প্রবেশ করে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার লুটপাট করে তাদের আত্ম চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকলে তারা দ্রম্নত চলে যায়। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নারায়ন হালদার।