আহসান উল্লাহ্ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নে শিশু-কিশোরদের হাতে খেলার সামগ্রী তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন। রবিবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তিনি শিশু-কিশোরদের মাঝে এ খেলার সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে তিনি শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। তিনি আও বলেন, ইউনিয়নের প্রতিটি শিশু কিশোর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ সুন্দর জীবন গড়তে পারে সে ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ।