ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়।আশাশুনি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে এবিএম মোস্তাকিম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষের জন্য ওয়ার্ল্ড ভিশন যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিশেষ করে সুপার সাইক্লোন আম্পান পরবর্তী সময়ে সরকারি সহায়তার পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন এই অঞ্চলের মানুষের খাদ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সহযোগিতা প্রদান করেছে তার জন্য আমরা আশাশুনি উপজেলাবাসি কৃতজ্ঞ। শুভেচ্ছা বিনিময়কালে আশাশুনি ওয়ার্ল্ড ভিশনের এপি কর্মকর্তাবৃন্দ উপজেলা চেয়ারম্যানের হাতে নববর্ষের ক্যালেন্ডার,ডায়েরি ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার পিন্টু এলবার্ট পিরিছ,স্পন্সরশীপ অফিসার উজ্জ্বল বিছাম,সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ